বাতাসে প্রেম প্রেম হাওয়া, বসন্ত দোরগোড়ায়। এদিকে চলছে প্রেমের লম্বা সপ্তাহ। সরস্বতী পুজোর বাসন্তী প্রেমের সঙ্গে, ভ্যালেন্টাইন্স ডে-র ‘লাল’ মিলেমিশে একাকার। আজ আরও একটু কাছে আসার দিন, মনের মানুষটিকে জড়িয়ে ধরার দিন। আজ হাগ ডে।
Promise Day 2024: প্রমিস ডে, যে কথা রাখা সম্ভব নয়, না দিলেই হয়! আর যা দিয়েই ফেলেছেন, না রাখলেই নয়
প্রপোজ, প্রমিস, গোলাপ দিনের পর আজ হাগ ডে (Hug Day), বা জড়িয়ে ধরার দিন। তবে হ্যাঁ অবশ্যই একে অন্যের সম্মতি নিয়ে। কথা রাখা না রাখা, ভালোবাসাবাসির মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ একে অপরকে জড়িয়ে থাকা। দু'জনের ওম মেখে থাকা। কাছের মানুষকে বিশ্বাস ভরে একটিবার জড়িয়ে ধরার মতো মন খারাপের ওষুধ বোধ হয় আর দু’টো হয় না। তাই এমন দিনে, আরও বেঁধে বেঁধে থাকুন, জাপ্টে জড়িয়ে থাকুন। এডিটরজি বাংলার তরফ থেকে হাগ ডে’র শুভেচ্ছা।