গত ২ বছর করোনা গ্রাসে ত্রাহি ত্রাহি রব উঠেছিল বিশ্বজুড়ে। বাদ পড়েনি বাংলাও। করোনা নামক অসুরের হাতে পড়ে বহু আপনজনকে হারিয়েছে বঙ্গবাসী। তবুও উৎসবের সুর ভুলতে পারেনি। তবে চারপাশের পরিবেশে এসেছে বদল। যার ছোঁয়া লেগেছে বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের দূর্গা প্রতিমাতেও। এবারে তাঁদের থিম- ভিন্ন দৃষ্টিকোণ।
এডিটরজি বাংলার মুখোমুখি হয়ে ক্লাবের এক সদস্য বিদ্যুৎকুমার রায় জানালেন, তাঁদের এবারের থিম সাবেকি ভাবনার পরিবর্তন। যেন এক ভাঙা মন্দিরের ভেতর থেকে উঠে আসছে নতুন কোনও এক মন্ডপসজ্জা। তাঁর কথায়, এই মন্ডপের অভিনবত্বই ভিন্নতা এনেছে প্রতিমাতেও। শিল্পী সুশান্ত পালের অক্লান্ত পরিশ্রমে তিল তিল করে গড়ে উঠেছে প্রতিমা। পাশাপাশি, মন্ডপটি তৈরি হয়েছে বাঁশ-লোহার সংমিশ্রণে। লোহার তৈরি বিভিন্ন কারুকাজ রীতিমতো তারিফের দাবি রাখে।
অষ্টমীর সকাল থেকেই অঞ্জলির ভিড় নজরে এসেছে। অঞ্জলি দিয়ে মায়ের কাছে কী প্রার্থনা করলেন সকলে? প্রায় প্রত্যেকের মুখেই শোনা গিয়েছে একই কথা। করোনাপর্ব মেটার পর আর যেন এমন কোনও অতিমারীর সম্মুখীন না হওয় বাংলা, সেই প্রার্থনাই করেছেন সকলে। প্রত্যেকেই চান, ফের জীবনের স্বাভাবিক ছন্দে ফিরুক রাজ্য তথা দেশ।