থিমের পুজোয় নাকি মাটির টান কম, এমন অভিযোগ শোনা যায় আকছার। কিন্তু, পুজোর থিমই যদি হয়, বাংলার হারিয়ে যাওয়া শিল্প, তবে সেই অভিযোগ খাটে?
৮৮ বছরে পা দেওয়া হাতিবাগান সর্বজনীন-এর এ বছরের থিম বাংলার পটচিত্র ৷ এই পুজোয় প্রতিমার রূপ দিচ্ছেন বিশিষ্ট শিল্পী সনাতন দিন্দা।
গোটা মণ্ডপটিই সাজানো হয়েছে পটচিত্রে। মণ্ডপের দেওয়ালেও ঝোলানো পটচিত্র। লোকশিল্প, মহাকাব্য, নানা কিসিমের লোকগাথার পাশাপাশি মণ্ডপের দেওয়ালে ফুটে উঠেছে দুর্গাপট, কালীপট, মনসাপটের রঙিন ছবি। মণ্ডপসজ্জার পাশাপাশি পটচিত্র শিল্পীদের নিজ কণ্ঠে শোনা যাবে লোকগান। সনাতনের প্রতিমা তৈরিতেও রয়েছে সেই মেজাজ। লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী ফুটে উঠবে মা দুর্গার পায়ের সামনে পটচিত্রে।
এডিটরজি বাংলার সঙ্গে কথা হল পটশিল্পীর। বিগত এক দেড় মাস ধরে এখানে থেকেই কাজ করেছেন শিল্পীরা। তবে বাংলার পটশিল্পের কদর কমেছে, এ কথা মানছেন না শিল্পী। বরং বললেন, এই সব উদ্যোগের কারণেই তাঁদের এখন বছর ভরের ব্যস্ততা। পুজোর পরেও ডাক আসছে দেশের নানা প্রান্ত, এমন কী বিদেশ থেকেও।