ফুটবলে মজে বাঙালি সেই কতকাল ধরেই, বিশ্বকাপ এলেই দোকানে দোকানে নানা দেশের থিমের মিষ্টির চল শুরু হয়েছে আগেই। এবার আরও একটু অভিনব ব্যাপার। ফুটবল থিমের কেক, কিন্তু সে কেক কাটলেই ভেতরে একেবারে রসালো রসোগোল্লা। বিশ্বকাপ ফাইনালের কথা মাথায় রেখে কেক বানিয়েছে হাওড়ার প্রসিদ্ধ মিষ্টি ও কেক প্রস্তুতকারোক সংস্থা ব্রজনাথ গ্রান্ড সন্স
এবারের বিশ্বকাপ খেলা হচ্ছে আল রিহলা বলে (Al Rihala Ball)।।খেলার আগে সেই বলে চার্জ দেওয়া হচ্ছে। সেই আধুনিক বলের আদলেই তৈরি হয়েছে ১৫-১৬ পাউন্ডের সুদৃশ্য একটি কেক।
মিষ্টি তো বাঙালির শুধু শেষ পাতে চাই না, সব শুভারম্ভেও মিষ্টি মুখ করতেই হয়। ফুটবল তো আসলে ছুতো। কাছেকাছে থাকার। মিষ্টি মুখেই তাহলে হোক মেসি-উদযাপন।