নতুন বছরের শুরুতেই খানিক আশার কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO.. জানা গিয়েছে, বিশ্বে প্রাপ্তবয়স্ক ধূমপায়ীর সংখ্যা ধীরে ধীরে কমছে। অর্থাৎ, গত বছরগুলিতে অনেকেই ধূমপানের অভ্যেস ত্যাগ করেছেন।
WHO এর সাম্প্রতিক একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ২০২২ সালে বিশ্বে গড়ে প্রতি ৫ জনের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক স্মোকিং চিরতরে ছেড়েছেন।
WHO এর দাবি, এইভাবে চললে বিশ্বের প্রায় ১৫০টি দেশে ২০৩০ সালের মধ্যে ধূমপান ও তামাকজাত পণ্যের ব্যবহার নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সফলতা লাভ করবে। ধূমপায়ীর সংখ্যা কমলে, ধূমপানজনিত কারণে, ফুসফুসের অসুখে মৃত্যুর সংখ্যাও কমবে বলে আশ্বাস।
Mimi-Nussrat: 'এখনও ভালবাসি', মিমির সঙ্গে ভুল বোঝাবুঝি মেটাতে চান নুসরত
বিশ্বে ধূমপান ও তামাকজনিত কারণে বর্তমানে প্রতি বছর বিশ্বে মৃত্যু হয় আশি লাখেরও বেশি মানুষের। এরমধ্যে ১৩ লক্ষ মানুষ প্যাসিভ স্মোকার, অর্থাৎ তাঁরা নিজে ধূমপান না করলেও ধূমপানের দ্বারা ক্ষতিগ্রস্ত। ধূমপায়ীর সংখ্যা কমলে, মৃত্যুর হারও নিয়ন্ত্রণে আনা সম্ভব।