ক্যানসার (Cancer) মানেই সাক্ষাৎ মৃত্যু যেন অপেক্ষা করছে। চিকিৎসা কতটা কঠিন, অজানা নয় কারও। ১৮ জন রোগীর ওপর পরীক্ষামূলক একটি ওষুধের ট্রায়াল (Drug Trial) চালানো হয়েছিল। সেই পরীক্ষায় অসাধারণ সাফল্য এসেছে। ৬ মাস গবেষণার পর মলদ্বারে ক্যানসার আক্রান্ত রোগীদের দেহ থেকে চিরতরে বিদায় নিয়েছে মারণরোগ। এই ওষুধের নাম ডসটারলিম্যাব (Dostarlimab)।
নিউইয়র্ক টাইমসের একটি রিপোর্ট অনুযায়ী, আমেরিকার এক পরীক্ষাগারে এমনই এক ওষুধের হদিশ পাওয়া গিয়েছে। যার ফলে ক্যানসার চিকিৎসার আমুল পরিবর্তন হতে পারে গোটা বিশ্বেই। পরীক্ষামূলক ভাবে ১৮জন রোগীর দেহে ওই ওষুধ পরীক্ষা করেন গবেষকরা। পরীক্ষার শেষে দেখা যায়, প্রত্যেক রোগীর দেহ থেকে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ক্যানসার। গবেষকরা প্রথমে ভেবেছিলেন, অস্ত্রোপচার, কেমোথেরাপি, রেডিয়েশনের প্রয়োজন আছে। কিন্তু ওই ওষুধে আর কোনও চিকিৎসার প্রয়োজন হয়নি।
আরও পড়ুন: ৮৩ বছরে প্রশান্ত মহাসাগর পার, সবে মধ্যযৌবন, এখনও অনেক বাকি, বললেন বৃদ্ধ
নিউইয়র্কের স্লোয়ান কেটেরিং ক্যানসার সেন্টার পরীক্ষাগারে ওই গবেষণা চালানো হয়। ওখানকার গবেষকদের দাবি, "ক্যানসার চিকিৎসার ইতিহাসে এই ধরনের ঘটনা প্রথম।" ভবিষ্যতে এই ওষুধের ট্রায়ালে কী হয়, তার দিকেই তাকিয়ে বিশেষজ্ঞরা।