সামনেই দীপাবলি। আর এই আলোর উৎসবে আমোদ আল্লাহদের পাশাপাশি চলে দেদার বাজি পোড়ানো। আর সেই কারণেই রয়ে যায় বিপদের আশঙ্কা। তাই সতর্ক থাকার জন্য মাথায় রাখুন এই বিষয়গুলি (Diwali 2023 Safety Tips)।
১. নিজের খেয়াল রাখতে হবে পাশাপাশি আতসবাজির আগুনের কারণে যাতে অন্য কারও ক্ষতি না হয় সেই দিকেও নজর রাখতে হবে।
২. আতশবাজি পোড়ানোর সময় দূষণ থেকে বাঁচতে পরতে হবে মাস্ক।
৩. সামান্য অসতর্ক হলেই বাজি থেকে বিপদ হওয়ার সম্ভবনা থাকে। তাই বাজি পোড়ানোর সময় সুতির কাপড় পরতে হবে। সিন্থেটিক কাপড়ে আগুন লাগলে বিপদ বাড়ে।
আরও পড়ুন - ধনতেরাসেই দীপাবলির সূচনা, সোনা-রুপো কেনা ছাড়াও গৃহস্থের মঙ্গলে আর কী কী করবেন?
৪. বাজি পড়ানো আগে হাতের কাছে ফার্স্ট এইড কিট রাখা জরুরি। যাতে কোনও রকম দুর্ঘটনা হলে প্রাথমিক চিকিৎসা সম্ভব হয়।
৫. আতশবাজির কারণে কোনও সারমেয়র যাতে ক্ষতি না হয় সেই দিকে নজর রাখা উচিত। আর বাড়ির পোষ্যটিকেও বাজির আওয়াজ থেকে দূরে রাখতে ঘরের মধ্যে রাখুন।