স্বাস্থ্যের নিরিখে পুরুষদের তুলনায় মহিলারা দুর্বল । সম্প্রতি, GOQii-এর রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে । GOQii ইন্ডিয়া ফিট রিপোর্ট ২০২৪ অনুযায়ী, ৪০ শতাংশ পুরুষের তুলনায় ৫৯ শতাংশ মহিলা অস্বাস্থ্যকর জীবনযাপন করছেন । এছাড়াও, পটনাকে সবথেকে অস্বাস্থ্যকর শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে । যেখানে প্রায় ৫৫ শতাংশ মানুষ অস্বাস্থ্যকর জীবনযাপন করছেন বলে দাবি করা হয়েছে । সুরাট ও জয়পুর সবথেকে বেশি 'স্বাস্থ্যকর' শহর', যেখানে যথাক্রমে ৬৩ শতাংশ ও ৬১ শতাংশ মানুষ স্বাস্থ্যকর জীবনযাপন করছেন । রিপোর্টে আরও বলা হয়েছে, ২০২৩ সালে চণ্ডীগড়ের জনসংখ্যার ২৩ শতাংশ উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন ।
রিপোর্টে আরও বলা হয়েছে, ভারতীয়রা স্ট্রেস অর্থাৎ মানসিক চাপের শিকার হচ্ছেন । যা তাঁদের স্বাস্থ্য এবং সুস্থতাকে প্রভাবিত করছে । ২৬ শতাংশ ভারতীয় কাজের চাপের কারণে স্ট্রেসে রয়েছেন । সেখানে ১৭ শতাংশ ভারতীয় আর্থিক কারণে মানসিক চাপে রয়েছেন । মহিলাদের মধ্যে স্ট্রেস ২০২১-এর তুলনায় ২০২৩-এ উদ্বেগজনকভাবে বেড়েছে । রিপোর্টে বলা হয়েছে প্রায় ২৫ শতাংশ থেকে ৩৫ শতাংশ বেড়েছে।
রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ২৩ শতাংশ ভারতীয় উচ্চ রক্তচাপের মতো রোগে ভুগছেন । গত তিন বছরে ভারতীয়রা যে চারটি সর্বাধিক প্রচলিত রোগের সঙ্গে লড়াই করছেন তা হল ডায়াবেটিস, কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ এবং থাইরয়েড।