নাক খোঁটার অভ্যাস আছে? গবেষণা বলছে বড় বিপদ ডেকে আনছেন। ফের চিন্তা বাড়াচ্ছে কোভিড। নতুন এক স্ট্রেনের খোঁজ মিলেছে। দ্রুত সংক্রমণ বৃদ্ধিকারী ওমিক্রনেরই নতুন ভ্যারিয়েন্ট সেটি। নতুন ভাইরাসের নাম দেওয়া হয়েছে এরিস। ইতিমধ্যে জুলাইয়ের প্রথম সপ্তাহেই ওই স্ট্রেনের খোঁজ মিলেছে ব্রিটেনে। এই ভাইরাস ছোঁয়াচে তা আর বলার অপেক্ষা রাখে না। সাম্প্রতিক গবেষণা বলছে নাক খোঁটার মতো বদ অভ্যাস থেকেও ঝুঁকি বাড়তে পারে করোনা সংক্রমণের।
Rudranil Ghosh: কুরুচিকর মন্তব্যের অভিযোগ, রুদ্রনীলের বিরুদ্ধে FIR রাজন্যা হালদারের
আমস্টারডাম ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ২১৯ জন স্বাস্থ্যসেবা কর্মীর উপর একটি সমীক্ষা চালিয়েছিল, যারা কোভিড আক্রান্ত রোগীদের দেখভাল করতেন। সমীক্ষা বলছে, তাঁদের মধ্যে ৮৪.৫% মানুষের ছিল নাক খোঁটার বদভ্যাস, এবং দেখা গিয়েছে তারাই সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছেন।