শীত মানেই না চাইতেও বাধ্য হয়েই কম বেশি সকলকেই পরতে হয় মোজা। আর মোজা পরা মানেই পায়ে দুর্গন্ধ। পায়ে দুর্গন্ধ হলে, লোকসমাজে মেশাটাও বেশ সমস্যাজনক হয়ে ওঠে। এই দুর্গন্ধ রোধ করতে কয়েকটা টিপস মেনে চলতে পারেন।
Othoi- Othelo: মঞ্চের গণ্ডি পেরিয়ে এবার বড় পর্দায় 'অথৈ', ডেসডিমোনা সোহিনী, ইয়াগো অনির্বাণ, ওথেলো অর্ণ
আসলে পায়ে ঘাম জমে ব্যাকটেরিয়া তৈরি হয়, আর তা বিক্রিয়া করে বিকট গন্ধ স্মৃতি করে। এর জন্য-
১. সবসময় সুতির মজা ব্যবহার করুন। সিনথেটিক মজা পরলে পায়ে বেশি ঘাম হয়।
২. চেষ্টা করুন খুব প্রয়োজন না থাকলে মজার সঙ্গে খোলা মেলা জুতো, যেমন কিটো, স্লিপার, ফ্ল্যাটস পরতে। তাতে হাওয়া বাতাস ঢুকবে গন্ধ কম হবে।
৩. মোজা পরলেই যাদের পা ঘামে, তাঁরা জুতো মোজা পরার আগে উষ্ণ গরম জলে একটু লবণ ফেলে পা ভাল করে ডুবিয়ে, ১৫ মিনিট রেখে শুকনো করে মুছে তারপর মোজা জুতো পরুন, এতে পা অনেক কম ঘামবে।
৪. অ্যালকোহল ওয়াইপস দিয়ে পা পরিষ্কার করুন।
৫. জুতো মোজা নিয়মিত রোদে দিন, পা শুকনো রাখার চেষ্টা করুন। পা ঢাকা জুতো পরলেও মাঝে মাঝেই খুলে পায়ে হাওয়া বাতাস লাগতে দিন।