শীতকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে যাওয়ার কারণে তার প্রভাব পড়ে ত্বকে। সেই কারণে হাত পায়ের পাশাপাশি খসখসে হয়ে যায় ঠোঁটও (Lip Care)। এমনকি ঠোঁট ফেটে রক্ত বেরোতেও দেখা যায় অনেকের। তাই এই সময় ঠোঁটের যত্ন নিতে এই বিষয়গুলি খেয়াল রাখা উচিত।
অ্যালোভেরা
অ্যালোভেরা জেলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে ঠোঁটে লাগালে ঠোঁটের আর্দ্রতার ঘাটতি হবে না।
ঘি
রান্নাঘরের এই সহজ উপাদানটি ঠোঁটের জন্য খুবই উপকারী। যদি ঠোঁট ফেটে যায় কিংবা খসখসে হয়ে যায় তাহলে নিয়মিত ঘি লাগাতে পারেন।
মধু
ঠোঁটের যত নেওয়ার জন্য মধু খুবই উপকারী। এটি প্রাকৃতিক মশ্চারাইজারের সাহায্যে ঠোটের আর্দ্রতা ধরে রাখে।
আরও পড়ুন - এই গাছগুলি নভেম্বরে বসালে , শীতে গাছ উপচে পড়বে রকমারি ফুলে
এছাড়াও ঠোঁট শুকিয়ে গেলে মাঝে মাঝে এক্সফ্লিয়েট করে নিন। এতে ঠোঁট ভালো থাকে। রোজ রাতে পেট্রোলিয়াম জেলি লাগাতে পারেন ঠোঁটে। আর ডায়েটে রাখতে পারেন ভিটামিন সমৃদ্ধ খাবার।