বিশ্বজুড়ে হৃদরোগে (Heart Attack) আক্রান্তের সংখ্যা বাড়ছে । বয়সও মানছে না এই রোগ । বহু কম বয়সি ছেলে-মেয়েরা হার্ট অ্যাটাকের প্রাণ হারাচ্ছেন । চিকিৎসাশাস্ত্রে এর কারণ মানসিক চাপ,উদ্বেগ ইত্যাদি । তবে জানেন কি, রক্তের গ্রুপের (Blood Group) উপর আপনার হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই নির্ভর করে । অর্থাৎ হার্ট অ্যাটাক বা হৃদরোগের ঝুঁকি রক্তের গ্রুপের সঙ্গে সম্পর্কিত হতে পারে (Blood Group related to Heart Attack) । সম্প্রতি, একটি গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে ।
রক্তের প্রধানত চারটি গ্রুপ রয়েছে । A, B, AB এবং O । হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথের গবেষণা অনুসারে,সবথেকে বেশি হৃদরোগের ঝুঁকি থাকে AB ব্লাড গ্রুপের মানুষদের । তথ্য সংগ্রহের জন্য ২০ বছর ধরে দু’টি দীর্ঘমেয়াদী গবেষণা চালানো হয়েছে । এই গবেষণায় ৮৯, ৫৫০ জন প্রাপ্তবয়স্কদের উপর সমীক্ষা করা হয়েছে । সমীক্ষায় দেখা গিয়েছে,যাঁদের ব্লাড গ্রুপ AB, তাঁদের হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অন্যান্যদের তুলনায় ২৩ শতাংশ বেশি । এরপরেই রয়েছে B ব্লাড গ্রুপ । এই গ্রুপের মানুষদের ক্ষেত্রে ঝুঁকি ১১ শতাংশ । A গ্রুপের রক্তের ক্ষেত্রে ঝুঁকি ৫ শতাংশ বেশি । তবে,গবেষকরা জানিয়েছেন, যাঁদের রক্তের গ্রুপ O, তাঁদের হৃদরোগের ঝুঁকি সবচেয়ে কম ।
আরও পড়ুন, New Tram book stall in Kolkata: এবার দক্ষিণ কলকাতাতেও গড়ে উঠবে বইপাড়া, পরিত্যক্ত ট্রামে বসবে দোকান
এই গবেষণার আরও কয়েকটি বিষয় উঠে এসেছে । যেমন- AB গ্রুপের মানুষদের স্মৃতিশক্তির সমস্যা বেশি হতে পারে । আবার, যাঁদের রক্তের গ্রুপ A, তাঁদের স্ট্রেস হরমোন কর্টিসলের ঝুঁকি বেশি হতে পারে । এই রক্তের গ্রুপের মানুষদের কোলন ক্যানসারের সম্ভাবনা বেশি থাকে । গবেষকদের মতে, এর কারণ হতে পারে এইচ পাইলোরি সংক্রমণ । এটা একধরনের ব্যাকটিরিয়া, যা পাকস্থলীতে থাকে । এই ব্যাকটিরিয়ার কারণে বুকে-পেটে জ্বালা, আলসার হতে পারে । অন্যদিকে, O ব্লাড গ্রুপের মানুষদের কোলন ক্যানসারের ঝুঁকি কম থাকে ।