রাজ্য থেকে বিদায় নেয়নি বর্ষা। এই পরিস্থিতিতে নানা রোগ, জীবাণু থেকে মুক্তি পেতে স্বাস্থ্যের পাশাপাশি আপনার রোজের ব্যবহারের চশমা এবং লেন্সের যত্ন নেওয়াও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।
কীভাবে যত্ন নেবেন?
১. কখনও হাত না ধুয়ে লেন্স অথবা চশমার কাচে হাত দেবেন না। ২.লেন্স খোলার আগে কমপক্ষে ২০ সেকেন্ড সময় নিয়ে হাত ধোয়া উচিত।
৩.যেখানে সেখানে চশমা খুলে রাখবেন না।
৪.চশমা পরিষ্কার এবং শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন।
৫. চশমা বা লেন্স পরার পরেই যদি চোখে জ্বালা বা চুলকানি হয় চিকিৎসকের পরামর্শ নেবেন।
৬.লেন্স খুলে সবসময় সলিউশনে রাখবেন।