এখনও তেমন শীত(Winter in West Bengal) পড়েনি। বেলা বাড়লে গরম আর রাত নামলেই ঠান্ডা। যার অবশ্যম্ভাবী ফল হিসেবে ঘরে ঘরে জ্বর-সর্দি-কাশি(Cronic Diesease)। কিন্তু সেই ভাইরাসঘটিত জ্বরের(Viral Fever) পরেই গায়ে-হাতে-পায়ে অসহ্য ব্যাথায় কষ্ট পাচ্ছেন বহু মানুষ। চিকিৎসকদের মতে, এই নয়া সমস্যার নাম ভাইরাল আর্থ্রাইটিস(Viral Arthritis)। তবে এই রোগকে এখনই তেমন আমল দিতে নারাজ চিকিৎসকদের একাংশ।
রোগের বিবরণ
আক্রান্তদের কথায়, ডেঙ্গি-চিকুনগুনিয়া(Dendue Death in Kolkata) বা সামান্য ইনফ্লুয়েঞ্জা; জ্বর ছাড়লেই সারা গায়ে অসহ্য যন্ত্রণা থাকছে। কোমরে-শরীরের গাঁটে গাঁটে বাসা বাঁধা সেই ব্যাথা মুহূর্তেই কাবু করে ফেলছে রোগীদের। যে কোনও ভাইরাসে আক্রান্ত শরীরকে দ্রুত কব্জা করে ফেলছে এই যন্ত্রণা-রোগ(Viral Arthritis)। কখনও তার মেয়াদ ১ থেকে ২ মাস; আবার কখনও বা তা ৬ মাসও ছাড়িয়ে যাচ্ছে বলেই খবর।
আরও পড়ুন- Bed Sheets : বিছানার চাদর কতদিন অন্তর বদলান ? নোংরা চাদর থেকে হতে পারে মারাত্মক রোগ
চিকিৎসকদের পরামর্শ
ভাইরাল আর্থ্রাইটিসকে(Viral Arthritis) দীর্ঘকালীন ব্যাধির তকমা দিতে নারাজ চিকিৎসকরা। তাঁদের দাবি, ভাইরাস-ঘটিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার পরই সাধারণত এই যন্ত্রণা-রোগের(Viral Arthritis) বাড়বাড়ন্ত দেখা যায়। তবে একে নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই, পরামর্শ চিকিৎসকদের। এই যন্ত্রণা-রোগ(Viral Arthritis) ক্রনিক না হওয়ায় তা অচিরেই কম যাওয়ার সম্ভাবনা থেকে যায় বলেও আশ্বস্ত করেছেন চিকিৎসকরা।