ফ্যাটি লিভারের সমস্যায় ভোগেন অনেকেই। অনেক কারণের মধ্যে মদ্যপানও তার মধ্যে অন্যতম প্রধান কারণ। তবে সম্প্রতি একটি গবেষণায় জানা গিয়েছে নন-অ্য়ালকোহোলিক ফ্যাটি লিভারের রোগে আক্রান্ত হচ্ছেন অধিকাংশ ভারতীয়। এই বিষয়ে জানিয়েছে অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্স।
ওই গবেষণা রিপোর্টে বলা হয়েছে, শারীরিক বিভিন্ন সমস্যার জন্য লিভারে ফ্যাট জমতে পারে। তবে তার সঙ্গে অ্য়ালকোহলের কোনও সম্পর্ক নেই। যাঁরা মদ্যপান করেন না তাঁদের ক্ষেত্রেও এই সমস্যা তৈরি হতে পারে। মূলত ওবেসিটি এবং সুসম আহার না গ্রহণ করার ফলে নন-অ্য়ালকোহোলিক ফ্যাটি লিভারের সমস্যা হতে পারে।
Read More- ঠোঁট ফেটে চৌচিড়! আপনার দরকার লিপি মাস্ক, এভাবে বানান বাড়িতেই
ওই রিপোর্টে আরও জানানো হয়েছে, মূলত যুবকদের মধ্যে এই সমস্যা দেখা যায়। এছাড়াও অনেক ক্ষেত্রে শিশুরাও এই ধরনের সমস্যায় পড়তে পারে। এর থেকে পরবর্তীকালে লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে।