ফেব্রুয়ারিকে বলা হয় ভালোবাসার মাস। প্রেমিক প্রেমিকাদের উদযাপনের মাস ৷ কিন্তু ভরা ফেব্রুয়ারিতেও বিন্দুমাত্র ভালোবাসা জোটেনি এমন মানুষের সংখ্যাটাও নেহাৎ কম নয়। আর ঠিক তাদের জন্যই ফেব্রুয়ারিতেই রয়েছে 'অ্যান্টি ভ্যালেন্টাইন্স উইক'। যা শুরু হয় ১৫ ফেব্রুয়ারি থেকে চলে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।
১৫ ফেব্রুয়ারি স্ল্যাপ ডে পালিত হয়৷ নিজের প্রেমের অনুভূতিকে চড় মেরে জীবনে এগিয়ে যাওয়ার দিন।
১৬ ফেব্রুয়ারি পালিত হয় কিক ডে। সম্পর্কের সমস্ত নেগেটিভিটিকে পায়ে ঠেলে এগোনো ভালো।
১৭ ফেব্রুয়ারি পালিত হয় Perfume Day, এদিন নিজেকে একটি সুগন্ধি উপহার দিয়ে সবকিছুকে ভোলা যেতে পারে।
১৮ তারিখ ফ্লার্টিং ডে, এদিন আপনি পুরনো কষ্ট ভুলে নতুন কাউকে নিয়ে ভেবে দেখতে পারেন।
১৯ ফেব্রুয়ারি কারও প্রতি আপনার অনুভূতি থাকলে বলেই ফেলুন, কারণ এই বিশেষ দিন পালিত হয় Confession Day হিসেবে।
একলা থাকার খুব দুপুরে একটা ঘুঘু ডাকুক, এদিন কেবলই মিস করুন হারিয়ে যাওয়া ভালোবাসা বা প্রিয় কোনও বন্ধুকে।
২১ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স বিরোধী সপ্তাহের শেষ দিন। আপনি কোনও সম্পর্কে ভালো না থাকলে, বেরিয়ে আসুন। বুকে পাথর রেখেও ব্রেকাপ করুন, আগামী সুন্দর হবে।