সবে পুজো-লক্ষ্মী পুজো শেষ হল, প্রায় দিন পনেরো ধরে বাইরে বেরনো, সাজগোজ চলেছে, নিয়মিতই। সাজের সঙ্গে পাল্লা দিয়ে মেকআপ করা হয়েছে মুখেও। এবার একটু জিরিয়ে নেওয়ার পালা। একটানা মেকআপ আপনার ত্বককে শ্বাস নিতে দেয়না, ত্বকের স্বাভাবিক ওঔজ্জ্বল্য হারায়। তাই সামনের ক'দিন একটু ত্বকের যত্ন নিন একেবারে ঘরোয়া উপায়ে।
হাজার ব্যস্ততার মধ্যে পার্লারে যাওয়ার সময়ও নেই এখন, তা একদিক থেকে ভালোই। ক'টা দিন কোনও কেমিক্যাল ব্যবহার করবেন না মুখে।
ঘোরোয়া কিছু টোটকা
দিনে বেশ ক'বার ঠান্ডা জল দিয়ে মুখ ধুতে থাকুন। তারপর নরম কাপড়ে মুখ মুছুন।
ঘরে পাতা দই-এর সঙ্গে সামান্য হলুদ মিশিয়ে মুখে মেখে কিছুক্ষণ পর মুখ পরিষ্কার করে ফেলুন।
চন্দন গুঁড়ো ঠান্ডা দুধের সঙ্গে মিশিয়ে মুখে মাখলেও ভাল ফল পাবেন।
চিয়া সিড, দই, মধু, অ্যালোভেরা পাতার রস দিয়েও মিশ্রণ বানিয়ে মুখে মাখতে পারেন।
টানা মেকআপ করলে ত্বক শুকিয়ে যায়, তাই ঘুমের সময় হাইড্রেটিং মাস্ক ব্যবহার করতে পারেন।