গর্ভাবস্থায় মেয়েদের শরীরে অনেক পরিবর্তনই আসে । স্বাভাবিকভাবেই ওজন কিছুটা বেড়ে যায় । পুরনো জামাকাপড়, পছন্দের জামাকাপড় আর পরতেই পারেন না । স্টাইলিংয়ের সঙ্গেও সমঝোতা করতে হয় । যদিও, এখন হবু মায়েদের জন্য বিশেষ পোশাক (Pregnancy Dress ) তৈরি করছে বিভিন্ন ব্র্যান্ড । যেমন আলিয়া ভাটই তাঁর প্রেগন্যান্সির সময় পোশাক নিয়ে সমস্যায় পড়েছিলেন । তাই হবু মায়েদের কথা ভেবে তিনিও খুলে ফেলেছেন পোশাকের একটি ব্র্যান্ড । এই বিশেষ সময় হবু মায়েদের সাধারণত ঢিলেঢালা পোশাক (Pregnancy Dress Tips) পরার পরামর্শ দেন চিকিৎসকরা । প্রেগন্যান্সিতে কোন ধরনের পোশাক পরবেন, আর কীভাবে স্টাইলিংও বজায় রাখবেন, তার টিপস রইল আপনাদের জন্য ।
প্রেগন্যান্সিতে সবসময় টাইট ফিট পোশাক একেবারেই চলবে না । ঢিলেঢালা পোশাকেই এইসময় স্বাচ্ছন্দ্য বোধ করেন হবু মায়েরা । ৫-৬ মাসের গর্ভাবস্থায় জিন্স পরতে পারেন না অনেকেই । তার জন্য জিন্সের বদলে এখন কার্গো পরতে পারেন । আর সঙ্গে একটু ঢিলেঢালা টি শার্ট পরলে স্টাইলও বজায় থাকবে ।
আরও পড়ুন, World's Happiest Country : বিশ্বের সবথেকে সুখী কোন দেশ, জানেন ? ভারতই বা কত নম্বরে, দেখে নিন
পুরনো জিন্স বাতিল না করে, তাতে ইলাস্টিক লাগিয়েও এই সময় ব্যবহার করতে পারেন । আলিয়া ভাটও তাই করেছিলেন ।
সবসময় সুতির পোশাক পরতে চেষ্টা করবেন । সিন্থেটিক বা ভারী কাজ করা পোশাকের পরিবর্তে সুতির হালকা ফ্যাব্রিকের পোশাক পরতে পারেন ।
ম্যাটারনিটি ফ্যাশনে সুতির কাফতান ড্রেসগুলির চল খুব বেড়েছে । এছাড়া প্লাজোর সঙ্গে ঢিলেঢালা কুর্তিও কিংবা ফ্রক স্টাইল ড্রেসও হবু মায়েদের জন্য আরামদায়ক ।