জুতো পরিষ্কার করা সত্যিই খুব কঠিন কাজ । তেমনই সময়সাপেক্ষও বটে । সারা সপ্তাহের ব্যস্ততার মধ্যে ওই একটা ছুটির দিন কারই বা ভাল লাগে জুতো পরিষ্কার করতে । তবে জানেন কি ঘরোয়া উপায়ে খুব সহজেই নোংরা জুতো ঝকঝকে হয়ে যেতে পারে ? শুধু প্রয়োজন আলু, কলার খোসার মতো উপকরণ । শুধু কি পরিষ্কার, পুরনো জুতোও নতুন হয়ে উঠতে পারে । জুতোর দুর্গন্ধও দূর করে দিতে পারে ।
সম্প্রতি, কন্টেন্ট ক্রিয়েটর আরমেন আদমজান ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন । সেখানেই দেখিয়েছেন, কীভাবে আলু, কলার খোসা দিয়ে একমিনিটেই পরিষ্কার করা যেতে পারে জুতো । এছাড়়া, জুতোর দুর্গন্ধ দূর করার জন্য টি ব্যাগের জুরি মেলা ভার ।
কীভাবে আলু ও কলার খোসা দিয়ে জুতো পরিষ্কার করবেন দেখে নিন
আলু : আলু দিয়ে জুতা পরিষ্কার করার জন্য, প্রথমে আলু দুইভাগ করে নিন । তারপর জুতোর উপর ভাল করে ঘষে নিন । তারপর একটি টিস্যু দিয়ে মুছে নিলেই ঝকঝকে হবে জুতো ।
কলার খোসা : কলা খাওয়ার পর তার খোসা ফেলে না দিয়ে রেখে দিন । জুতো পরিষ্কারের কাজে লাগে । বিশেষ করে কালো চামড়ার জুতো পরিষ্কার করুন খোসার ভিতরের অংশ দিয়ে ।
টি ব্যাগ :জুতোয় খুব গন্ধ হয় ? তাহলে ব্যবহার করুন টি ব্যাগ । জুতোর মধ্যে টি ব্যাগ রেখে দিলে দুর্গন্ধ থাকবে না ।