শীতকাল,(Winter) তায় আবার উৎসবের মরসুম । মন চাইছে 'হারিয়ে যেতে'... ব্যস্ত জীবন থেকে একটু দূরে নির্জনে কাটাতে । বড়দিন কেটেছে । সামনে বর্ষবরণের উদযাপন (New Year) । ক্যালেন্ডার বলছে, এবার ৩১ ডিসেম্বর, ১ জানুয়ারি দু'দিনই উইকেন্ড । তাহলে আর কী, ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন দু'দিনের জন্য । নতুন বছরের সঙ্গে মনের ইচ্ছাকে স্বাগত জানান । কাছে-পিঠে একেবারে সাধ্যের মধ্যে উইকেণ্ড ডেস্টিনেশনের (New Year Weekend Destination) খোঁজ রইল আপনাদের জন্য ।
শান্তিনিকেতন (Shantiniketan) বাঙালির প্রিয় উইকএন্ড ডেস্টিনেশন । আর তার থেকে দু-এক পা অগোতেই গোয়ালপাড়া (Goalpara) । এখানে ভিড় বেশি নেই । রাঙা মাটি, ধানখেত,পুকুর... একেবারে যাকে বলে গ্রাম্য পরিবেশ । ভাল ভাল হোম স্টেও রয়েছে । কলকাতা থেকে ট্রেনে বোলপুর স্টেশন, তারপর সেখান থেকে ২ কিলোমিটার গেলেই পৌঁছে যাবে গোয়ালপাড়া ।
আরও পড়ুন, Egg Yolk Benefits: কুসুম ফেলে ডিম খান? বিশেষজ্ঞদের মতে ওটিতেই রয়েছে বেশি গুণ, জানুন
মুকুটমণিপুরকে (Mukutmanipur) অনেকেই ‘রাঢ়বঙ্গের রানি’ বলেন । জল, জঙ্গল আর পাহাড়ে ঘেরা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্য চাক্ষুস করতে বাঁকুড়ার মুকুটমণিপুরই হয়ে উঠুক নতুন বছরের উইকেণ্ড ডেস্টিনেশন । পড়ন্ত বিকেল, মুকুটমণিপুর জলাধারের পাড় ধরে হেঁটে যাওয়ার আকর্ষণ কিন্তু একেবারেই আলাদা । সেইসঙ্গে ছোট ছোট টিলা, ঘন শাল-পিয়ালের জঙ্গল উপভোগ করতে পারেন আপনি । জলাধারের কাছেই সরকারি ও বেসরকারি একাধিক হোটল রয়েছে ।
একান্তে সময় কাটাতে চাইলে পৌঁছে যান মাছরাঙা দ্বীপ (Machranga Dwip) । কলকাতা থেকে মাত্র ৭১.৯ কিলোমিটার দূরে ইছামতীর মাঝে অবস্থিত এই দ্বীপ । এখান থেকে বাংলাদেশ খুব কাছেই । বাংলাদেশি জেলেদের মাছ ধরতেও দেখতে পাবেন আপনি । সেইসঙ্গে মাছরাঙা দর্শনও হবে । এছাড়া অ্যাডভেঞ্চারের জন্য রয়েছে ম্যানগ্রোভের ঘন জঙ্গল ।
এছাড়া দু'দিনের জন্য তো দীঘা, মন্দারমণি, পুরুলিয়া আছেই । তার থেকে নিরিবিলি দু'দিন কাটিয়ে আসুন একটু অফবিট জায়গায় ।