আজ ১৭ জুলাই দেশজুড়ে পালিত হচ্ছে মহরম । রমজানের পর মহরমকে ইসলামের সবথেকে পবিত্র মাস হিসাবে মেনে চলা হয় । এটি,ইসলামিক ক্যালেন্ডারের (Islamic Calendar) প্রথম মাস । তাই এটিকে নতুন বছরের সূচনা হিসাবে ধরা হয় । আল কোরানের বিধান অনুযায়ী এই মাসটি পবিত্র। তাই এই মাসটি ইসলাম ধর্মের মানুষদের কাছে খুবই গুরুত্বপূর্ণ । আরবী শব্দ 'মুহররম'-র অর্থ হল পবিত্র। এই পবিত্র মাসেই নবি মহম্মদ মক্কা থেকে মদিনায় যাত্রা করেছিলেন। মাসের ১০ম দিনটি আশুরা নামে পরিচিত। এটি মুসলমানদের কাছে অত্যন্ত দুঃখের দিন। এদিন কারবালায় নবি মহম্মদের নাতি হুসেনের হত্যা হয় । তাঁর জন্য এদিন শোক পালন করেন মুসলমানরা । সেদিনের বিষাদময় ঘটনা স্মরণ করে পালন করা হয় মহরম (Muharram)।
তবে জানেন কি, আমাদের দেশে এমনও একটি গ্রাম আছে, যেখানে কোনও মুসলিম সম্প্রদায়ের মানুষ না থাকা সত্ত্বেও বছরের পর বছর ধরে মহরম পালন করা হচ্ছে । হ্যাঁ ঠিকই শুনেছেন । কর্নাটকেই রয়েছে সেই গ্রাম । প্রতি বছর বেলাগাভির হিরেবিদানুরে নিয়ম মেনে মহরম পালন করেন হিন্দুরা । পাঁচ দিন ধরে চলে মহরম উদযাপন । বড় করে মেলা বসে । মহরমের সমস্ত নিয়ম মেনে উদযাপন করেন তাঁরা । লোকশিল্পের বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয় । পদযাত্রাও বের হয় য বছরের পর বছর ধরে সম্প্রীতির উদাহরণ হয়ে উঠেছে এই গ্রাম ।
তিন হাজারের আশেপাশে গ্রামের জনসংখ্যা । তবে, এই গ্রাম যে বরবার মুসলিম শূন্য ছিল, তা নয় । কেন ওই গ্রামের হিন্দুরা পালন করেন মহরম ?
বহু বছর আগে দুই মুসলিম ভাই ফকিরেশ্বর স্বামী মসজিদটি স্থাপন করেছিলেন । তাঁদের মৃত্যুর পর মসজিদের দায়িত্ব কাঁধে তুলে নেন হিন্দুরাই। সেই থেকে পালিত হয়ে আসছে মহরম-সহ মুসলিমদের নানা পরব । জানা গিয়েছে মহরমের সময় পাশের গ্রামের এক মৌলবি টানা এক সপ্তাহ ওই মসজিদের ভিতরেই বসবাস করেন । ইসলাম ধর্মমতে নিষ্ঠা মেনেই পালিত হয় মহরম ।