Holi colours tips: দোল বা হোলিতে (Holi 2022) রং খেলার খুব ইচ্ছে, কিন্তু চুল ও ত্বকের কথা চিন্তা করে পিছিয়ে যাচ্ছেন ? চিন্তা করবেন না । আপনার রান্নাঘরের সাধারণ কিছু উপাদান সব মুশকিল আসান করে দেবে । হলুদ, ধনেপাতার মতো উপাদান দিয়ে সহজ পদ্ধতিতে বাড়িতেই ভেষজ রং (Herbal Colour) তৈরি করে নিন ।
সবুজ, লাল এবং হলুদ রং তৈরির জন্য আপনি তাজা ধনে, বিটরুট বা হলুদ ব্যবহার করতে পারেন । সবুজ রঙের জন্য ধনেপাতা (Coriander leaves) পিষে নিন । তার মধ্যে অ্যারারুট মিশিয়ে মিশ্রণ তৈরি করুন ও শুকাতে দিন ।
আরও পড়ুন, Holi 2022: 'ফাগুন হাওয়ায় হাওয়ায় এসে গেল দোল পূর্ণিমা, জেনে নিন দিন ক্ষণ তারিখ
একইভাবে, তাজা বিটরুট (Beetroot) পিষে নিন এবং রস ছেঁকে নিন । তার মধ্যে অ্যারারুট মিশিয়ে তা শুকাতে দিন । ব্যস আপনার লাল রং একেবারে তৈরি । হলুদ (Turmeric) রঙের জন্য, আপনি একই পদ্ধতিতে গুঁড়ো হলুদ ব্যবহার করতে পারেন ।