ভারত বহু ভাষা, বহু সংস্কৃতির দেশ। আর তাই, মজার বিষয় হলো, ভারতে একই উৎসবকে ঘিরে রয়েছে নানারকম উদযাপন নানা রকম সংস্কৃতি। রঙের উৎসব দোল, তার সবচেয়ে বড় উদাহরণ।
দেখে নেওয়া যাক সারা দেশে কোথায় কীভাবে উদযাপিত হয় এই উৎসব
লাটমার হোলি
উত্তরপ্রদেশের বারসানায় লাটমার হোলি খুব জনপ্রিয়। নাম শুনেই বোঝা যায়, মহিলারা পুরুষদের তাড়া করে লাঠি নিয়ে, এটাই খেলার নিয়ম।
বসন্ত উৎসব
বাংলায় শান্তিনিকেতনের বসন্ত উৎসব দেখতে আসেন সারা দেশ থেকে। দোল পূর্ণিমার দিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপন করা হয় দিনটা।
ফুলোকি হোলি
মথুরার কাছে ব্রজে খেলা হয় ফুলো কি হোলি, সারা আকাশ বাতাস ছেয়ে থাকে ফুলে। একে অন্যের গায়ে আবির লাগানোর বদলে এখানে ছোড়া হয় গোলাপ, পদ্ম, গাঁদা ফুল।
Precaution While Having bhang: দোলে ভাং তো খাবেন, কিন্তু তার আগে এই ক'টা ব্যাপার খেয়াল রাখুন অবশ্যই
লাড্ডু হোলি
মিষ্টিমুখ ছাড়া কীসের উদযাপন? উত্তরভারতের অনেক জায়গায় প্রচলিত লাড্ডু হোলি। লাড্ডু ছুড়েই হোলি খেলা হয়। ভক্তরা একে ঈশ্বরের আশীর্বাদ হিসেবেই গ্রহণ করেন।