দোলের ছুটিতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে আজ রইল কম বাজেটের মধ্যে ঘুরতে যাওয়া যায় এমন কয়েকটি জায়গার হদিশ যেখানে গিয়ে আপনি রংও খেলতে পারবেন।
শান্তিনিকেতন
যদি হোলি খেলতে চান তাহলে পারফেক্ট ডেসটিনেশন হতে পারে শান্তিনিকেতন। রঙ খেলার পাশাপাশি বিশ্বভারতীর সাংস্কৃতিক অনুষ্ঠানও দেখতে পাবেন।
পুরুলিয়া
বসন্তে ঘুরতে যাওয়া মানেই পুরুলিয়া। দোলে রং খেলার পাশাপাশি পলাশ রঙা পুরুলিয়ায় এই সময় বিভিন্ন ধরনের ফোক ডান্স দেখারও সুযোগ পাবেন।
মথুরা-বৃন্দাবন
হোলি খেলতে চাইলে আপনি ঘুরতে যেতে পারেন মথুরা-বৃন্দাবনে। উত্তরপ্রদেশের নন্দগাঁও, বারসানায় হোলিরও আগে থেকে শুরু হয়েছে এই হোলি উৎসব।
নবদ্বীপ-মায়াপুর
নদিয়ার নবদ্বীপ-মায়াপুরের হোলি উৎসব খুবই জনপ্রিয়। ছুটির ক'টা দিন সেখানেই কাটিয়ে আসতে পারেন।
আরও পড়ুন - চপে কামড় দিলে মিলবে টক-ঝাল ফুচকার স্বাদ! কোথায় মিলবে ফুচকার চপ?
মহিষাদল রাজবাড়ি
দোলের ছুটিতে ঘুরে আসতে পারেন মহিষাদল রাজবাড়ি থেকে। এখানকার দোল উৎসব খুবই বিখ্যাত।