অকারণের সুখে অলক্ষ্য রং লাগবার উৎসব দোল। দোল পূর্ণিমা (Dol Purnima 2022)। এ বছর দোল পূর্ণিমা বা ফাগুন পূর্ণিমার তিথি শুরু ১৭ মার্চ (Holi Utsav Date) দুপুর ১টা ২৯ মিনিটে, চলবে ১৮ মার্চ শুক্রবার রাত ১২ টা বেজে ৪৭ মিনিট পর্যন্ত। ন্যাড়াপোড়ার (Holika Dahan 2022) শুভক্ষণ- ১৭ মার্চ রাত ৯টা ২০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত।
তোমার অশোকে কিংশুকে,
অলক্ষ্য রঙ লাগল আমার অকারণের সুখে।
আমার আপনহারা প্রাণ,
আমার বাঁধন ছেঁড়া প্রাণ
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান,
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান।
আরও পড়ুন: দোলের আগেই পড়বে গরম ! তাপমাত্রা বাড়ার পূর্বাভাস আবহাওয়া দফতরের
কথিত আছে দোল উৎসবে ভগবান শ্রী কৃষ্ণ বৃন্দাবনে গোপীদের সঙ্গে আবীর খেলায় মেতে উঠেছিলেন। তাই বাংলা-উড়িষ্যার পাশাপাশি উত্তরভারতে খুব ধুমধাম করে উদযাপিত হয় দোল।