একঢাল ঘন কালো চুল কে না চায়? কিন্তু চুল বড় রাখলেই তা হল না, পাশাপাশি চাই বাড়তি যত্নও। অনেকেরই বড় চুলে বাসা বাঁধে উকুনের মতো ভয়ঙ্কর শত্রু। আর এই সাংঘাতিক জিনিস যদি একবার আপনার মাথায় এন্ট্রি নেয়, তবে তা তাড়ানো রীতিমতো যুদ্ধ। নিমেষে সারা মাথায় ছড়িয়ে যায় এই কীট। ধীরে ধীরে খেতে থাকে রক্ত, যার জেরে সারা মাথা চুলকাতে থাকে। উকুন মাথায় থাকলে তাই জীবন কার্যত নরক হয়ে ওঠে।
উকুন তাড়াতে কেমিক্যাল ব্যবহারও মোটেই কাজের কথা নয়। তাতে চুলের আরও বেশি ক্ষতি হয়। কিছু ঘরোয়া টোটকা ব্যবহার করেই উকুনের বংশ ধ্বংস করা যায়।
উকুনের যম নিমপাতা। নিমের এমনিই অসংখ্য গুণ রয়েছে। নিম পাতা বেটে সেই রস ছেঁকে নিয়ে চুলের গোড়ায় লাগালে মাত্র ২ সপ্তাহের মধ্যে বিদায় নেবে উকুন।
১০ ১২ কোয়া রসুন খোসা ছাড়িয়ে প্রথমে মিহি করে বেটে নিন, এবার সেই রসুনের পেস্টের সঙ্গে মিশিয়ে নিন লেবুর রস। চুলের গোড়ায় এই পেস্ট লাগিয়ে ঘণ্টা খানেক রেখে সামান্য উষ্ণ গরম জলে মাথা ধুয়ে নিন। উকুন মরতে বাধ্য।
রসুন পেঁয়াজের উগ্র গন্ধ উকুন সহ্য করতে পারে না। তাই পেঁয়াজের রস লাগলেও মরবে উকুন। পাশাপাশি পেঁয়াজের রস চুল গজাতেও সাহায্য করে।