স্বাধীনতা দিবসে নিজেকে তেরঙ্গায় (Tri colour) সাজাবেন ভেবেছেন? বিশেষ দিনটিতে দেশপ্রেম নিশ্চয়ই দেখবেন, কিন্তু তার আগে এই সংক্রান্ত আইন জেনে রাখতেই হবে আপনাকে। গায়ে তেরঙ্গা জড়িয়ে এর আগে কিন্ত বহু তারকাই বিতর্কে জড়িয়েছেন।
বিতর্কের শুরু ২০১৪ সালে। একটি ছবির পোস্টারে মল্লিকা শেরওয়াতকে (Mallika Sherawat) গায়ে দেশের জাতীয় পতাকা জড়াতে দেখা যায়, অভিনেত্রীকে আটকও করা হয় তার জেরে। ২০১৭ তে প্রিয়াঙ্কা চোপড়া (Priyannka Chopra) গায়ে জড়িয়েছিলেন তেরঙ্গা স্কার্ফ, সে নিয়েও তাঁকে রীতিমতো ট্রোল করা হয়।
Independence Day 2022: স্বাধীনতা দিবস যেন বৈচিত্রের 'সেল'বন্ধন! অগাস্ট জুড়ে কেনাকাটায় বিশাল ছাড়
অতিমারীতে বেশ চল হয়েছিল তেরঙা মাস্ক পরার। পরে অবশ্য দেশজুড়ে তা নিষিদ্ধ হয়।
জেনে রাখা দরকার, এই সংক্রান্ত আইন কী বলে? ২০০৫ এ লোকসভায় এই সংক্রান্ত একটি আইন পাশ হয়। সেই আইন অনুযায়ী, কোমরের ওপরে পোশাক হোক বা গয়না, সবেতেই তেরঙ্গা ব্যবহারে আইনি বাধা নেই। কিন্তু কোমরের নীচের অংশের কোনওভাবেই তেরঙ্গায় ব্যবহার করা যাবে না।
আইন বলছে, নিত্য প্রয়োজনীয় জিনিস, যেমন, কুশন, রুমাল বা অন্তর্বাসে কখনোই তেরঙ্গা ব্যবহার করা যাবে না। ধরা পড়লে সেক্ষেত্রে অন্তত এক বছরের জেল হতে পারে।
এ ছাড়া, টি শার্ট, শাড়ি, ওড়না, পাগড়ি, দুল, চুড়ি সবেতে ব্যবহার করা যেতে পারে, শুধু অশোক চক্র না থাকলেই হল।