মানুষ চাকরি করেন কেন? কেউ করেন সংসার চালাতে, কারোর আবার থাকে নানান শখ। যেমন ঘুরতে যাওয়ার। কিন্তু দেশে বিদেশে বিলাসবহুল ভাবে ঘুরে বেড়াতে যা খরচ, তাতে শুধু বেতন থেকে সঞ্চয় করে কুলনো যায় না। অথচ অনির্বাণ চৌধুরি, কিন্তু ব্যবসা ট্যাবসা করেন না, চাকরিই করেন। মাস গেলে বাঁধা ধরা মাইনে ঢোকে অ্যাকাউন্টে। অথচ দিব্যি দিন পাঁচেকের জন্য থেকে এলেন আফ্রিকার মাসাইমারা জঙ্গলের J W Marriot থেকে। যার প্রতি রাতের খরচ নাকি সাড়ে ৫ লক্ষ টাকা!
কীভাবে সম্ভব? অনির্বাণের ঘুরে বেড়ানোর নেশা। নিয়মিত বাকেট লিস্টের টিক ফেলতে থাকেন অনির্বাণ এবং তাঁর স্ত্রী। কিন্তু কেনিয়ার মাসাইমারার জঙ্গলে ঘোরার খরচ সাঙ্ঘাতিক, তাও আবার সে দেশের অন্যতম বিলাসবহুল হোটেলে থাকলেন স্বামী স্ত্রী। J W Marriot মানে বলা যায় বিলাসের একেবারে শেষ কথা। খাওয়া দাওয়া থেকে হর্স রাইডিং, সব খরচা ধরা আছে। প্রতি রাতের জন্য হোটেলের খরচ সাড়ে ৫ লক্ষ টাকা! মানে ৫ দিনে খরচ সাড়ে ২৭ লক্ষ! কীভাবে এই বিপুল খরচ বহন করলেন অনির্বাণ?
নিজেকে ক্রেডিট কার্ড বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন তিনি। জানালেন ক্রেডিট কার্ডের কল্যাণেই এই বিলাস সম্ভব হয়েছে। নানা কেনাকাটায় ক্রেডিট কার্ডে ক্রমশ পয়েন্ট অ্যাড হতে থাকে। তা দিয়েই ম্যারিয়ট বনভয় পয়েন্ট দিয়ে পুরো পাঁচ দিনের সাড়ে ২৭ লক্ষ টাকার খরচা উঠে গেছে দুজনের। সোশ্যাল মিডিয়ায় সেই কথা শেয়ার করতেই সকলে হতবাক। ক্রেডিট কার্ডে তাহলে জাদু আছে বলতে হবে!