'রং যেন মোর মর্মে লাগে
আমার সকল কর্মে লাগে'
আর কয়েকদিন পরই রঙের উৎসব । লাল, নীল, হলুদ, বিভিন্ন রঙে রঙিন হয়ে উঠবে দেশের প্রতিটা প্রান্ত । রঙে যেমন বৈচিত্র রয়েছে, তেমন উদযাপনেও । অর্থাৎ উৎসব এক, অথচ একেক জায়গায় একেকরকম নাম । কোথাও বলা হয় লাঠমার হোলি, কোথাও বসন্ত উৎসব, কোথাও আবার ভাগোরিয়া হোলি । দেশের কোথায় কোন নামে কীভাবে হোলি উদযাপন করা হয়, জেনে নিন
লাঠমার হোলি
উত্তরপ্রদেশের বারসানায় লাটমার হোলি খুব জনপ্রিয়। তবে, এখানকার হোলি একটু অন্যভাবে উদযাপন করা হয় । রঙের উৎসবে এখানকার মহিলারা পুরুষদের লাঠি নিয়ে তাড়া করে ।
খাদি হোলি
উত্তরাখণ্ডে জনপ্রিয় খাদি হোলি নাচে-গানের মধ্যে দিয়ে উদযাপন করা হয় । মূলত, কুমায়ুন অঞ্চলে খেলা হয় এই রঙের উৎসব । স্থানীয়রা ঐতিহ্যবাহী পোশাক পরে, খারি গান গায় এবং নাচ করে ।
ফাগুয়া
বিহারে ভোজপুরি ভাষায় রঙের উৎসবটি ফাগুয়া নামে পরিচিত । হোলিকা দহনের পর জল ও গুঁড়ো রং দিয়ে হোলি খেলা হয় । লোকগানও গাওয়া হয়
রং পঞ্চমী
মহারাষ্ট্রে রং পঞ্চমী নামে খেলা হয় রঙের উৎসব । রাঙা পঞ্চমী নামেও পরিচিত । হোলিকা দহনের পর পঞ্চম দিনে রং খেলার রীতি রয়েছে ।
ইয়াংওসাং :
মণিপুরে রঙের উৎসবের নাম ইয়াওসাং । এটি ছয় দিন ধরে পালিত হয় ।
ধুলন্ডি উৎসব
হরিয়ানায় ধুলন্ডি উৎসব বিখ্যাত । এখানে হোলিতে দেওর ও বৌদির সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেওয়া হয়
বসন্ত উৎসব বা দোল
বাংলায় শান্তিনিকেতনের বসন্ত উৎসব দেখতে আসেন সারা দেশ থেকে। দোল পূর্ণিমার দিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপন করা হয়।