ফেসবুকের রিচ হঠাৎই কমে যাওয়া খুব চেনা সমস্যা। বলা নেই, কওয়া নেই, আচমকা আপনার রিচ কমে গেল, নতুন পোস্ট করলেও লাইক, কমেন্ট নামমাত্র। শেয়ার প্রায় হয় না বললেই চলে। কেন এমন হচ্ছে? একটা নয় বেশ কিছু কারণেই এসব হয়, তা হওয়া আটকানোর জন্যেও কিছু করা দরকার।
আপনার পোস্টে যেন হিউম্যান টাচ থাকে সে বিষয়ে নজর দিন। অর্থাৎ মানুষের আগ্রহ আছে, এরকম কোনও বিষয়ে পোস্ট দিন। মাঝে মাঝে বিভিন্ন ব্যক্তিকে ট্যাগ করে পোস্ট করুন।
প্রতিবার একই ধরনের পোস্ট করলে তা একঘেয়ে হয়। মাঝে মধ্যে ইনফোগ্রাফিক্স বা ভিডিও পোস্ট করুন। কখনও প্রশ্ন পোস্ট করুন। তাতে আপনার প্রোফাইলে এনগেজমেন্ট বাড়বে।
ক্লিক বেইট জাতীয় পোস্ট করা যাবে না। কারণ ফেসবুক এর অ্যালগরিদম তা ধরে ফেলে, ফলে আদতে রিচ কমতে শুরু করে।
অর্গানিক রিচের ডেটা অ্যানালিসিস করুন নিয়মিত। ফেসবুক এর ইনসাইট বোঝার চেষ্টা করতে হবে। আপনি কোন ধরনের পোস্ট করলে রিচ বাড়ছে, তা আপনাকেই বুঝতে হবে।