খুব কম বয়সেই চুলে পাক ধরা এখন আর নতুন কিছু নয়। কিন্তু বাজার চলতি হেয়ার কালারে থাকা কেমিক্যাল চুলের ক্ষতি করে বেশ। তার চেয়ে বরং জেনে নিন প্রাকৃতিক উপায়ে হেয়ার কালার করার কিছু টিপস।
গাজরের রস
চুলে হালকা লাল বা কমলা ঘেঁষা রং চাইলে গাজরের রসের সঙ্গে আপনার পছন্দের যেকোনো মাথার তেল মিশিয়ে মাথায় মাখুন। এবার শাওয়ার ক্যাপ দিয়ে মাথাটা কিছুক্ষণ ঢেকে রাখুন। আধ ঘণ্টা পর অ্যাপল সিডার ভিনিগার দিয়ে চুল ধুয়ে ফেলুন।
বিটের রস
লাল রং চাইলে বিটের রসের তুলনা নেই। যে কোনও তেলের সঙ্গে বিটের রস মিশিয়ে মাথায় মেখে আধ ঘণ্টা পর ধুয়ে ফেললেই হলো।
কফি
যে কোনও কন্ডিশনারের সঙ্গে কফি গুঁড়ো মিশিয়ে সামান্য ভেজা চুলে লাগিয়ে রাখুন ৩০ মিনিট, তারপর ধুয়ে ফেলুন।
তেজ পাতা
তেজ পাতা আধ ঘণ্টা ধরে ফুটিয়ে নিন। তারপর ঠান্ডা করুন। এবার সামান্য ভেজা চুলে এই তরল মেখে ১৫ মিনিট মতো রাখুন, তারপর ধুয়ে ফেলুন।