বর্ষাকাল মানেই ঘরে পিঁপড়ের দৌরাত্ম্য! এই 'খুদে দস্যু'রা কার্যত অতিষ্ঠ করে দেয় যে এই সময়টায়। বিশেষ করে খাবারদাবারের মধ্যে ছড়িয়ে পড়ে বিরক্তির উদ্রেক করে আরও। এর থেকে মুক্তির উপায় কী?
রইল কয়েকটি ঘরোয়া টোটকা। যা দিয়ে পিঁপড়ের উৎপাত থেকে মুক্তি পাওয়া যাবে সহজেই।
১) চকের মধ্যে ক্যালসিয়াম কার্বোনেট থাকে। যা পিঁপড়ে তাড়াতে সাহায্য করে। যেখান দিয়ে পিঁপড়ে ঢুকবে সেইসব জায়গাগুলোতে চকের গুঁড়ো ছড়িয়ে দিন অথবা লাইন টেনে দিন।
২) লেবু চিপে অথবা লেবুর টুকরো ছড়িয়ে দিন সেইসব জায়গায় যেখানে পিঁপড়ে আসতে পারে। পিঁপড়েরার লেবুর গন্ধ পছন্দ করে না।
৩) চিনি পছন্দ করলেও গোলমরিচ পছন্দ করে না পিঁপড়েরা। পিঁপড়ের ঘোরাফেরার জায়গায় মরিচ ছড়িয়ে দিন।
৪) সাদা ভিনিগারের সলিউশন তৈরি করুন। তার মধ্যে কিছুটা এসেনসিয়াল অয়েল ঢেলে দিন। ঘরের চারপাশে ছিটিয়ে দিন।
৫) পিপারমিন্টও কীটপতঙ্গ তাড়াতে খুব সাহায্য করে। পিঁপড়েও পছন্দ করে না এই গন্ধ।
৬) জল গরম করে তাতে নুন মেশান। তারপর তা ছড়িয়ে দিন ঘরের বিভিন্ন জায়গায়। পিঁপড়ে আসবে না।