সারাদিনের ব্যস্ততা, কাজের চাপ, তার উপর ঘুমের ঘাটতি । আর তার ফলে অনেকরই চোখের তলায় কালি কিংবা ফোলাভাব দেখা যায় । সমস্যা দূর করতে অনেকরকম ‘আন্ডার আই ক্রিম’-ও ব্যবহার করেছেন অনেকে । কিন্তু তাতেও কোন কাজ হচ্ছে না ? চিন্তা করবেন না, চোখের ফোলাভাব দূর করতে শুধুমাত্র দু'টো চামচই যথেষ্ঠ । আর এই বিষয়েই বিশেষ টিপস দিলেন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায় ।
দেবিনা জানিয়েছেন, দুটি চামচ প্রথমে ১০ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন । তারপর ফ্রিজ থেকে বের করে চোখের উপর চামচের গোল অংশটি উল্টো করে হালকাভাবে চেপে রাখুন । চামচের দু-দিকই নির্দিষ্ট সময় অন্তর চোখের উপর ধরে রাখুন । দেখবেন, ধীরে ধীরে চোখের ফোলাভাব কমে আসবে । আরাম মিলবে ।
এছাড়া চোখের ফোলা কমাতে ব্যবহার করতে পারেন ফ্রিজে রাখা শসা বা আলুর কাটা টুকরো । ব্যবহার করা টি-ব্যাগ ফ্রিজে রেখে দিয়ে, সেটা পরে চোখের তলায় লাগালে ফোলাভাব কমে যায় ।