করোনা এসে আর সব কিছুর পাশাপাশি ফ্যাশনেও বদল এনেছিল আমূল। মাস্কের ঠেলায় বছর দুয়েক লিপস্টিক পরাই ছেড়ে দিয়েছিলেন অনেকে। এবার অতিমারীর প্রকোপ অনেকটা কম, মাস্ক পরার কড়াকড়িও নেই। বহুদিন পর ঠোঁটে খানিক নিশ্চিন্তেই রং লাগাবে নানা বয়সের দুর্গারা।
কিন্তু পুজোয় কি আর কিছুক্ষণের জন্য বেরনো? এ মণ্ডপ থেকে সে মণ্ডপ ঘোরা। বারবার ভিড়ে লিপস্টিক পরাও তো ঝক্কি! তাহলে কী করলে লিপস্টিক মুছে যাবে না? ১০-১২ ঘণ্টা নিশ্চিন্তে ঘোরা যাবে? রইল তারই কিছু টিপস।
লিপস্টিক দীর্ঘক্ষণ রাখতে হলে পুজোর সময় রাতে শুতে যাওয়ার আগে ঠোঁটে নারকেল তেল গরম করে লাগান।
Editorji Exclusive: আজকের প্রজন্মের পছন্দের গয়না কী? শুনে নেওয়া যাক রুপোর মেয়ের কাছেই
ঠোঁটে আগে ভাল করে গোলাপজল লাগাতে হবে
গোলাপজল শুকিয়ে গেলে একটু টোনার তুলোতে নিয়ে ঠোঁটে লাগান
ফাউন্ডেশন লাগিয়ে দশ মিনিট রাখুন
এবার লিপ লাইনার দিয়ে ঠোঁটের বর্ডার এঁকে লিপস্টিক লাগান।