শীত পড়তেই শুরু হবে বিয়ের মরসুম। আর বিয়ে মানেই গুছিয়ে সাজগোজ। এই সাজগোজ শুরুই হয় কনের হাত ভর্তি মেহেন্দি দিয়ে। এখন কেবল হাত নয় আজকাল পায়েও মেহেন্দি করার চল রয়েছে। বিয়ের আগে এখন তো কেবল কনে এবং কনের বান্ধবীদের মেহেন্দি পরার জন্য অনুষ্ঠানও হয়। কিন্তু এখন মেহেন্দি মানেই তা কেমিক্যালে ভর্তি। মেহেন্দির রং ধরে রাখতে ব্যবহার করা হয় নানা রকমের রাসায়নিক, যা ত্বকের পক্ষে অত্যন্ত ক্ষতিকর।
ভাবুন তো কেমন হবে যদি বাড়িতেই বানিয়ে ফেলা যায় একেবারে ক্যামিক্যাল ফ্রি খাঁটি মেহেন্দি? তেজপাতা এবং চা দিয়ে খুব সহজ পদ্ধতিতেই মেহেন্দি বানিয়ে ফেলা সম্ভব। আর এই মেহেন্দি হাতের পাশাপাশি আপনি চুলে রং করার কাজেও ব্যবহার করতে পারেন।
ঘরোয়া পদ্ধতিতে মেহেন্দি বানাতে প্রথমে ২ কাপ জলে ৪-৫টি তেজপাতা ফেলে ভালো করে ফুটিয়ে নিতে হবে। জল ফুটে অর্ধেক হয়ে এলে তাতে মিশিয়ে দিতে হবে দু চামচ চা পাতা। এরপর মিশ্রণটিকে আরও কিছুক্ষন ফোটাতে হবে। এরপর একটি পাত্রে মেহেন্দির গুঁড়ো নিয়ে তার সঙ্গে ভাল করে মিশিয়ে নিতে হবে চিনির গুঁড়ো। চিনি আর মেহেন্দি গুঁড়ো মিশে গেলে তাতে চা তেজপাতার জল অল্প করে মিশিয়ে ঘন করে গুলি নিতে হবে। এবার টিউবে ভরে হাত রাঙান মেহেন্দিতে। যেমন হবে রং, তেমনই খাঁটি এই মেহেন্দি।