শীতকাল পড়তেই ত্বক রুক্ষ হতে শুরু করে, চলে যায় জেল্লাও। এই সময়ে ত্বকের জেল্লা ধরে রাখতে দরকার একটু বাড়তি যত্ন। এই সময় ত্বকের আর্দ্রতা বজায় রাখতে ব্যবহার করুন নাইট ক্রিম (Night Cream)। তবে বাজার চলতি ক্রিম গুলোয় থাকে প্রচুর কেমিক্যাল, যা ত্বকের পক্ষে ক্ষতিকর। কেমন হবে? যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় নাইট ক্রিম?
একেবারে ঘরে নিত্য ব্যবহৃত জিনিস দিয়েই এই ক্রিম বানানো সম্ভব। গোলাপ জল, অ্যালোভেরা জেল, আমন্ড ওয়েল আর ভিটামিন ই ক্যাপসুলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত নাইট ক্রিম৷
সারারাত ৬-৭ টি আমন্ড ভিজিয়ে রেখে গোলাপ জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিন৷ এবার একটি ছাকনির সাহায্যে ছেঁকে নিন সবটা৷ এরপর ওই মিশ্রণে দুটি ভিটামিন ই ক্যাপসুল ভেঙে দিন। এছাড়া ২ চা চামচ আমন্ড ওয়েল, ২ চামচ অ্যালোভেরা জেল, আর সামান্য গোলাপ জল ভালো করে মিশিয়ে থকথকে একটি মিশ্রণ তৈরি হবে। এটিই আপনার ত্বকের জন্য হবে অব্যর্থ। ক্রিমটি একটি পরিস্কার কনটেনারে রেখে দিন সাতেক ব্যবহার করতে পারবেন৷ প্রতিদিন রাতে পরিস্কার করে মুখ ধুয়ে এই ক্রিম লাগান৷