বর্ষাকাল মানে বৃষ্টি, এক কাপ চা, তেলভাজা কিংবা পকোড়া । বর্ষাকাল মানে খিচুড়ি, ডিমভাজা । বর্ষাকাল মানেই চারপাশ শুধু সতেজ আর সবুজ । আবার এই বর্ষাকালে মানেই চারিদিকে ভিজে, স্যাঁতসেঁতে ভাব । বিশেষ করে জামাকাপড়ে দুর্গন্ধ সবথেকে বড় সমস্যা । তবে, কিছু ঘরোয়া টোটকা মানলেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আপনি । বর্ষায় জামাকাপড়ে বোটকা গন্ধ দূর করতে কী করবেন, জেনে নিন...
- বৃষ্টিতে ভেজা জামাকাপড় ফেলে রাখবেন না । কিছুক্ষণ সেটা জলে ভিজিয়ে, সঙ্গে সঙ্গে ধুয়ে দিন ।
- জামাকাপড় ভেজানোর জলে কয়েক ফোঁটা লেবুর রস দিলে দুর্গন্ধ থাকবে না । এছাড়া, বেকিং সোডা ও ভিনিগার মেশালেও গন্ধ থাকবে না ।
- গন্ধ যাতে না হয়, তার জন্য আলমারিতে ন্যাপথলিন কিংবা নিমপাতা দিয়ে রাখুন ।
- বর্ষাকালে রোদের বড়ই অভাব । তবে, যতটা পারবেন রোদে জামাকাপড় শোকানোর চেষ্টা করবেন । আর তা না হলে ঘরেই এইসময় জামাকাপড় মেলা হয় । তবে, আলমারিতে সেগুলো তোলার আগে একবার আয়রন করে নিলে গন্ধ হওয়ার সুযোগ কম থাকে ।
- সব ময়লা জামাকাপড় এক জায়গায় জড়ো করে রাখলে গন্ধ হয় । তার বদলে জামা কাপড় মেলে রাখুন ।