আজকাল শীতকালে গরম পড়ে , বসন্ত কালে বৃষ্টি, প্রায় সারাবছরই গরম কাল। তাই আবহাওয়ার গতিবিধি বোঝা এক কথায় বড় দায়। তারপর উত্তরোত্তর বাড়ছে দূষণ। একদিকে আবহাওয়ার পরিবর্তন অন্যদিকে দূষণ- এর জেরেই ঘরে ঘরে এখন জ্বর, সর্দি , কাশির প্রকোপ বাড়ছে। তাই এই সময় থাকতে হবে খুব সাবধান। ভাইরাল ফিভার যেমন হচ্ছে, তেমনই অ্যালার্জি থেকেও হচ্ছে সর্দিজ্বর, খুশখুশে কাশি, নাক দিয়ে জল পড়া।
এই সময় কী করা উচিৎ? আনন্দবাজার অনলাইনকে পরামর্শ দিয়েছেন KPC মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের চিকিৎসক দ্বৈপায়ন মুখোপাধ্যায়। তাঁর মতে, এইসময় সর্দি জ্বর হলে অবশ্যই ডাক্তার দেখতে হবে। জ্বর কাশি না কমলে অ্যালার্জি পরীক্ষা করতে হবে। শীত চলে গেলেও এই সময় পাখার তলায় বা এসিতে থাকা যাবে না। এছাড়া জ্বর-সর্দি হলে নাকে স্যালাইন ড্রপ, অ্যান্টিঅ্যালার্জিক, গরম জলে গার্গল করতে হবে।