আয় বেড়েছে, কিন্তু সঞ্চয়? নৈব নৈব চ। অথচ সুরক্ষিত ভবিষ্যতের জন্য প্রতি মাসে আয়ের কিছুটা অংশ সঞ্চয় করা খুবই জরুরি। অনেকেই বেতন পেলে টাকা খরচ করে ফেলেন ফলে মাসের শেষে আর সঞ্চয় করার কোনও সুযোগ থাকে না। এক্ষেত্রে বেশ কয়েকটি উপায় মাথায় রাখতে পারেন।
কী কী উপায়?
মাসের প্রথমেই কোন খাতে কত টাকা খরচ হবে, তার একটি খসড়া তৈরি করে ফেলে বাকি টাকা সঞ্চয় করে রাখুন।
অত্যাধিক দামি জিনিসের বদলে ভাল মান কিন্তু দাম কিছুটা কম সেরকম কিছু জিনিসপত্র কেনার চেষ্টা করতে পারেন। প্রয়োজনে দোকান বাজারে কিছুটা দরদাম করতে পারেন।
দোকানের কেনা খাবার কিংবা বার বার রেস্তোরাঁয় গিয়ে খাওয়া দাওয়া অভ্যেস বদল করুন। প্রয়োজনে এক আধবার রেস্তোরাঁয় খান। এক্ষেত্রে কিছু হলেও টাকা বাঁচবে।
আরও পড়ুন - বন্ধুহীনতায় ভুগছে এই প্রজন্ম, অনেকটা দায়ী করোনা, বলছে গবেষণা
অফলাইনের বদলে অনলাইনে সমস্ত বিল পেমেন্ট করুন, এতে কিছুটা ছাড় মেলে। কিছু ক্ষেত্রে ক্যাশব্যাকও পাওয়া যায়।
অহেতুক জিনিসপত্র না কেনাকাটা করে শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসপত্র কেনার দিকে নজর রাখুন,