ভাই বোনের খুনসুটি ভরা সম্পর্কের সবচেয়ে মিষ্টি উদযাপন রাখি উৎসব। তা আধুনিক সময়ে ক'টা বাড়িতেই বা ভাই-বোন এখন একসঙ্গে এক শহরে থাকার সুযোগ পায়? অধিকাংশ পরিবারেই ভাই অথবা বোনের কেউ না কেউ হয় পড়তে বা পেশাগত কারণে বাড়ির বাইরে। তাছাড়া ভাই-বোন যে কেবল রক্তের সম্পর্কেই হয়, তা-ও তো নয়। তাহলে দূরে থাকা ভাইকে-বোনকে কীভাবে রাখি পাঠাবেন, জেনে নিন।
বিভিন্ন ই কমার্স সংস্থা
ডিজিটাল সময়ে দাঁড়িয়ে সব সম্ভব। অনলাইনে নানা দামের নান রকমের বাহারি রাখি তো পাওয়াই যায়। তারই কিছু পছন্দ করে নিন না। অ্যামাজন, ফ্লিপকার্ট, ফার্ন্স অ্যান্ড পেটাল, মিন্ট্রা, নাইকা, আজিও, একের পর এক সংস্থায় নানা রকমের রাখির সম্ভার পেয়ে যাবেন।
কুরিয়ার সার্ভিস
ফেড এক্স, ব্লু ডার্ট, ডিএইচএল সহ গুচ্ছের কুরিয়ার সংস্থার মাধ্যমে আপনার প্রিয় মানুষকে রাখির উপহার পাঠাতে পারবেন আপনি। কিছু সংস্থা তো রাখির আগে বিনামূল্যে পরিষেবাও দিচ্ছে। ভাই-বোন দেশের বাইরে থাকলেও সমস্যা নেই, সেখানেও পৌঁছে যাবে আপনার উপহার।
ইন্সটাগ্রাম মারফত
আজকাল ইন্সটাগ্রামে নানা ছোট ছোট সংস্থা ব্যবসা করছে, সেরকম সংস্থাও রাখি বানাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিচ্ছে। সেরকম কোনও সংস্থায় মেসেজ করলেও গুচ্ছের পছন্দের রাখি পেতে পারেন।
স্পিড পোস্ট
আপনি কি একটু পুরনো পন্থী? তাহলে আপনার ভাই কিম্বা দাদার জন্য দোকান থেকে রাখি কিনুন, অথবা বানিয়ে ফেলুন, এবার খাম কিনে তাতে রাখি ঢুকিয়ে পাঠিয়ে দিন নির্দিষ্ট ঠিকানায়। আর রাখির সঙ্গে খামে একটা চিঠি পাঠালে তো কথা-ই নেই।