অবশেষে পাততাড়ি গুটিয়ে বিদায় নিয়েছে শীত কাল, বাংলায় এখন ঘোর বসন্ত। রীতিমতো পাখা চলছে ঘরে ঘরে, দুপুরে ঝরছে ঘাম। এমতাবস্থায় লেপ, কম্বল, রকমারি শীতপোশাক, কাঁথা এক বছরের নাম তুলে রাখার সময় এসে গিয়েছে। তবে এখন দরকার নেই বলে আপনি যদি শীতের জিনিসের যত্ন না করেন, তবে সামনের বছর সেইসব ব্যবহারের অযোগ্য হয়ে উঠবে। বিকট গন্ধ, পোকামাকড় হতে পারে।
কীভাবে তুলে রাখবেন শীতের জিনিস?
লেপ কম্বল অবশ্যই কভারের সঙ্গে ব্যবহার করা উচিৎ। শীতের শেষে সেই কভার খুলে আলাদা ভাবে কেচে নিন। লেপ কম্বলগুলিকে ভালো করে রোদে দিয়ে তারপর তুলুন। এতে লেপ কম্বল নরম তুলতুলে থাকবে, অবশ্যই রাখার সময় ন্যাপথলিন ব্যবহার করুন। মাঝেই মাঝে সেই লেপ উল্টে পাল্টে জায়গা পরিবর্তন করে রাখতে পারেন। পছন্দের সোয়েটার শীতের শেষে হালকা শ্যাম্পুজল বা লিক্যুইড ডিটারজেন্ট দিয়ে কেচে রোদে শুকিয়ে তুলে রাখুন। তবে বেশি ঠেসে রাখবেন না, বেশ খানিকটা জায়গা জুড়ে থাকুক শীত পোশাক। তবেই পরের শীতেও রঙ থাকযে ঝলমলে।