দেখতে দেখতে পুজো শেষ। এবার মাকে বিদায় জানানোর পালা। ষষ্ঠী থেকে নবমীর পোশাকে তাই চাকচিক্য থাকলেও দশমীর দিন সাজতে হবে এক্কেবারে বাঙালি ধাঁচে। দশমীর বিশেষ আকর্ষণ সিঁদুর খেলা। তাই এদিন পোশাকের রঙ হিসেবে বেছে নিতে পারেন লাল সাদা। লাল পাড় সাদা চান্দেরী বা গরদ যদি আটপৌরে করে পরা যায় তাহলে তো আলবাত আপনার দিক থেকে প্যান্ডেলে কেউ চোখ ফেরাতেই পারবে না, সঙ্গে পরুন হালকা সোনার গয়না।
সাবেকি না সেজে একটু অন্য ধরণের সাজ পছন্দ হলে ট্রাই করতে পারেন সাদা হ্যান্ডলুম শাড়িও। কেবল একটা ডিজাইনার লাল ব্লাউজ দিয়ে শাড়িটা পরতে হবে, সাথে কানে গলায় পরে নিন একটা অক্সিডাইজের হার দুল। এছাড়া সাদা লঙ স্কার্টের সঙ্গে লাল ক্রপ টপ, অথবা সাদা কুর্তা লাল লেগিন্সও পরা যেতে পারে দশমীর সাজে।
ছেলেরা এইদিন পাঞ্জাবিতেই ভরসা রাখতে পারেন চোখ বুঝে৷ কোনও কাজ ছাড়া একদম সাদা পাঞ্জাবি বাছতে পারেন দশমীর জন্য। সিঁদুর খেললে সাদার সঙ্গে লালের কম্বিনেশন তো পেয়েই যাচ্ছেন। এক্ষেত্রে সিঁদুর লেগে পাঞ্জাবি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তাই এই পোশাকের জন্য বেশি খরচের দরকার নেই। এছাড়া কুর্তা, শার্ট ও পরতে পারেন লাল সাদা রঙের মধ্যে। আর সব শেষে পাঞ্জাবির সঙ্গে কন্ট্রাস্টে ঝুলিয়ে নিতে পারেন একটি দোপাট্টা।