বছরে একটা সময়েই আলমারি থেকে বের হয় শীত পোশাক। রকমারি সোয়েটার, শাল, টুপি, মোজা, কিংবা ব্ল্যাঙ্কেট এসব ছাড়া আমাদের শীতকালে চলে না৷ অথচ বছরের অন্যান্য সময় এই সব পোশাকের দিকে ফিরেও তাকাই না আমরা। হঠাৎ হিমেল হাওয়ার শিরশিরানি শুরু হলেই মনে পড়ে এইসব পোশাকের কথা। আর দরকারের সময় বের করতেই ভ্যাপসা গন্ধ বের হয় তা থেকে।
চলুন জেনে নিন, কীভাবে ভালো রাখবেন শীত পোশাক। আলমারিতে সোয়েটার, মোজা, স্টোল সহ যতরকমের শীত পোশাক আছে তা রোদে দেওয়া অত্যন্ত জরুরি। এছাড়া আলমারি থেকে মাঝেমধ্যে শীত পোশাক বের করে তাতে ন্যাপথলিন দিয়ে, ভাঁজ বদলে রাখুন।
মনে রাখবেন সাবান বা ডিটারজেন্টে উলের পোশাকের সৌন্দর্য নষ্ট হয়। উলের পোশাক ঠান্ডা জলে শ্যাম্পু বা হালকা ধরনের বিশেষ তরল সাবান দিয়ে কাচুন। শ্যাম্পুর সঙ্গে অল্প ভিনিগার জলে মিশিয়ে উলের পোশাক কাচলেও কাপড়ের উজ্জ্বলতা বাড়ে। শীত পোশাক ওয়াশিং মেশিনে না কেচে হাতে কাচাই ভালো। আর লেপ কম্বলের ক্ষেত্রে তা মাঝেমাঝে কাচা সম্ভব নয়। সেক্ষেত্রে সুতির কভার লাগিয়ে ব্যবহার করুন, নোংরা হলে কেবল কভার কাচলেই হবে।