তীব্র গরমে নাভিশ্বাস উঠছে শহরবাসীর। আর এই গরমে জীবনযাত্রা এগিয়ে নিয়ে যেতে অত্যন্ত জরুরি ফ্রিজ। সে ঠান্ডা জল বলুন কিংবা খাবার, ফ্রিজ ছাড়া গতি নেই। কিন্তু এই গরমে ২৪ ঘণ্টা ফ্রিজ চালালেই অচিরেই বিকল হতে পারে আপনার কাজের জিনিসটা। মাথায় রাখুন কিছু টিপস।
১. সপ্তাহে একদিন ফ্রিজ পরিস্কার করুন। ডিপফ্রিজের বরফ গলিয়ে, পরিস্কার করুন৷
২. ফ্রিজের ভিতরের খাবারগুলি ঢেকে রাখুন৷ যাতে ফ্রিজময় পুরনো খাবারের গন্ধ না ছড়িয়ে পড়ে।
৩. খুব পচনশীল দ্রব্য না থাকলে দিনে অন্তত ৪ ঘণ্টা ঘুরিয়ে ফিরিয়ে ফ্রিজ বন্ধ রাখুন৷
৪. ফ্রিজের দরজা বেশিক্ষণ খোলা রাখা চলবে না। এতে হাওয়া ঢুকে যায়।
৫. ফ্রিজের তাপমাত্রা আবহাওয়া বুঝে নিয়ন্ত্রণ করুন। খুব গরমে তাপমাত্রা সর্বনিম্ন করুন, আবহাওয়া ঠান্ডা থাকলে ফ্রিজ বাড়িয়ে দিন।