হাঁসফাঁস গরমে দারুণ কষ্ট। সকাল বিকেল নানা সমস্যা হচ্ছে, সে সব নিয়ে আলোচনা করছি আমরা। কিন্তু যারা জানান দিতে পারছে না, তাদের কষ্টও কিছু কম নয় কিন্তু। বলছি আপনার বাড়ির পোষ্যটির কথা।
প্রবল তাপে তাদের শরীরের প্রতি যত্ন নেওয়া দরকার। গরমে পোষ্যর সঠিক যত্ন না নিলে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। মাঝেমাঝে পোষ্যটিকে স্নান করানো জরুরি।
Karnataka Election Candidate : এক টাকার কয়েন দিয়েই ১০ হাজারের বন্ড জমা নির্দল প্রার্থীর
কী কী খাওয়াবেন
ফ্যাটি অ্যাসিড আছে এমন খাবার খাওয়াতে পারেন। মাছে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থাকে। এ ছাড়াও এই ফ্যাটি অ্যাসিডের অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ শীতকালে পোষ্যের ত্বকের নানা সমস্যা দূর করে।
অ্যান্টি-অক্সিড্যান্টে সমৃদ্ধ শাকসব্জি এবং কোলাজেন সমৃদ্ধ প্রোটিন পোষ্যকে গরমে খাওয়াতে পারেন। পোষ্যর ত্বক ভাল থাকবে।
চিকিৎসকদের পরামর্শ আপনারা এসি-তে থাকলে ওদেরও ঠান্ডা ঘরে রাখুন। কিন্তু প্রয়োজন বুঝে তাপমাত্রা বাড়াতে বা কমাতে হবে। ঘর থেকে বেরোনো বা বাইরে থেকে ঠান্ডা ঘরে ঢোকার সময়েও সতর্ক থাকতে হবে।