'বিদ্রোহ আর চুমুর দিব্যি...'
নিশ্চিত এই চলমান ভালোবাসার সপ্তাহে কাছের মানুষটিকে দিয়ে ফেলেছেন গোলাপ- প্রেম প্রস্তাব, কথা দিয়েছেন সাথে থাকার, আবার জড়িয়েও ধরেছেন হাগ ডে তে। কিন্তু আজ চুম্বন দিবস, বা Kiss Day। ভালোবাসার দিন শুরু হওয়ার আগে শেষ পাতে মিষ্টি মুখের মতো একটা 'হামি' বেজায় জরুরি। তাই আর দেরি নয় এই বিশেষ দিনে আর বুক দুরদুর নয়, প্রিয় মানুষটার কাঁধে হাত রেখে তাকে 'ভালোবাসি' বলে একটা চুমু হয়েই যাক?
Hug Day 2023: শব্দে প্রকাশ করতে পারেন না ভালোবাসার কথা? প্রিয় মানুষটিকে জড়িয়ে ধরুন একটিবার
চন্দ্রবিন্দুর ওই গানের লাইনটির মতো 'সাহসী চুম্বন আজও পারেনি সে' মার্কা প্রেমিক বা প্রেমিকের সংখ্যাও নেহাৎ কম নেই। তাই ভালোবাসার মানুষটার কাছে গেলেই যারা দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে যান, তাদের জন্য একটা সহজ পদ্ধতি। ঠোঁটে ঠোঁটে ব্যারিকেড না গড়তে পারলেও নিদেনপক্ষে প্রিয় মানুষটার কপালে একটা চুমু খেয়েই বলুন 'Happy Kiss Day'