দরজায় কড়া নাড়ছে প্রেম দিন অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে। তার আগে ভালোবাসার প্রাক পর্বের উদযাপন চলছে গোটা সপ্তাহ ধরেই। প্রপোজ, প্রমিস, গোলাপ দিনের পর আজ হাগ ডে (Hug Day), বা জড়িয়ে ধরার দিন। কথা রাখা না রাখা, ভালোবাসাবাসির মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ একে অপরকে জড়িয়ে থাকা। দু'জনের ওম মেখে থাকা।
Promise Day 2023 : আজ প্রমিস ডে, কীভাবে পালন করবেন, প্রমিস করার আগে কোন বিষয় মাথায় রাখবেন, রইল টিপস
সম্পর্কে একটা মন থেকে আলিঙ্গন ভিটামিনের মতো কাজ করে। যারা শব্দে ভালোবাসা প্রকাশ করতে পারেন না, বা দেখাতে পারেন না উল্টোদিকের মানুষটাকে আপনি ঠিক কতটা ভালোবাসেন, তারা নিখাদ জড়িয়ে ধরতে পারেন কাছের মানুষটিকে। তবে আপনার যদি হয় ডিস্ট্যান্স রিলেশনশিপ৷ তবে কি এই দিন বৃথাই যাবে? না সেক্ষেত্রে সঙ্গীকে নিদেনপক্ষে একটি টেক্সট বা ফোন অবশ্যই করবেন। ভার্চুয়ালিই অন্তত তাকে বুঝিয়ে দেবেন, জড়িয়ে ধরতে না পারলেও দুই প্রান্তে আপনারা একে অপরের সঙ্গে জড়িয়েই রয়েছেন।