উচ্চপদস্থ সরকারি আমলা। আইএএস অফিসার। প্রশাসন সামলান দক্ষ হাতে। গলায় সুর এলে অবশ্য তারই শাসন, তারই রাজ। এবার বাংলার পুজোর থিম সং আইএএস অফিসার বিবেক কুমারের গলায়। উদ্যোক্তা চালতাবাগান সর্বজনীন ক্লাব।
চালতা বাগানের এ বছরের পুজোর থিম 'স্পর্শ'। তারই থিম সং গাওয়ানো হল সরকারি এই উচ্চপদস্থ আমলাকে দিয়ে। আশা অডিও থেকে মুক্তি পেয়েছে গানটি। গানের সুরও দিয়েছেন সঙ্গীতশিল্পী স্বয়ং।
Mamata Banerjee: পাড়ার পুজো উদ্বোধনে আবেগঘন মমতা, সঙ্গে বকুনি দাদাকে
বিবেক কুমার এই মুহুর্তে পশ্চিমবঙ্গ সরকারের বন, পরিবেশ ও প্রাণী সম্পদ উন্নয়ন দফতরের সচিব।