বাইন্ডিং টেকনিক প্রিন্ট যা ইকত নামে বেশি পরিচিত, বর্তমানে ফ্যাশন বিশ্বে কার্যত রাজত্ব করছে। এই রঙিন প্রিন্টের বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে অত্যাশ্চর্য চেহারা প্রদানকারী অসংখ্য পাশ্চাত্য পোশাক রয়েছে। জানেন, এই বিশেষ প্রিন্টের অন্তত ১০০০ বছরের পুরানো ইতিহাস রয়েছে । শুধু ভারত থেকে নয়, প্রায় ৩০টি দেশের নিজস্ব ইতিহাস এবং ইকত প্রিন্ট গঠনের কৌশল রয়েছে।
সম্প্রতি, এই প্রিন্টটি প্যান্ট, টপস এবং পোশাকগুলিতে দেখা যাচ্ছে খুব বেশি করে। বিভিন্ন হাই-এন্ড ফ্যাশন ব্র্যান্ডগুলি সূক্ষ্ম কাজের ফ্যাব্রিক এবং তাঁতে দক্ষতার অধিকারী লোকদের জন্য ইকাত কালেকশনও চালু করেছে।
ভারতে প্রথম ইকত প্রিন্ট চালু হয় দ্বাদশ শতাব্দীতে। 'ইকত' শব্দটি এসেছে ইন্দোনেশিয়ান শব্দ 'মেঙ্গিকত' থেকে। মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দক্ষিণ আমেরিকাতে এই বিশেষ প্রিন্টের চল রয়েছে। ভারতে ইকত মূলত তৈরি হতো ওড়িশা, গুজরাট ও তেলাঙ্গানাতে। ভারতের তাঁত শিল্পেও অত্যন্ত প্রণিধানযোগ্য ভূমিকা রয়েছে ইকত প্রিন্টের।