যে সংসারে একমাত্র রোজগেরে একজন মহিলা, সেই সংসারের পুরুষটি কম ভালো থাকেন। সাম্প্রতিক একটি গবেষণায় এই তথ্য মিলেছে।
ইউরোপিয়ান সোসিওলজিক্যাল রিভিউয়ের জুন, ২০২৩ সংখ্যায় প্রকাশিত হয়েছে এই গবেষণা। সমীক্ষায় অংশ নিয়েছিলেন ৪২ হাজার মানুষ।
এই গবেষণাপত্রের অন্যতম লেখিকা হেলেনা কোয়ালেওস্কা বলেছেন, নারীরা সংসারের ভাত কাপড়ের জোগান দিলে পুরুষরা অসম্ভব মানসিক চাপে পড়ে যান। তিনি কামনা করেন মহিলাটির কাজ যেন চলে যায়। গবেষণা বলছে, সংসারের মহিলাটিও যদি তাঁর মতোই বেরোজগেরে হন, তাহলে তুলনামূলক ভাবে ভালো থাকেন পুরুষটি।
গবেষণাটি থেকে উঠে এসেছে, বেকার পুরুষরা চান তাঁদের সঙ্গিনীও যেন কর্মহীন হন। বেরোজগেরে পুরুষরা তাঁদের মহিলাসঙ্গীকে কাজ ছাড়তে বলে থাকেন, বেশি বেতনের চাকরিতে যোগ দিতে নিরুৎসাহিত করেন।